Barak Valley
শনিবার হাইলাকান্দিতে বিনামূল্যে এন্টি রেবিস ক্যাম্প

জনসংযোগ, হাইলাকান্দি : হাইলাকান্দি শহরের স্টেট ভেটেনারি ডিসপেন্সারি প্রাঙ্গনে শনিবার এক এন্টি রেবিস ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হবে। শহরের বাটা পয়েন্টে অবস্থিত পশু পালন বিভাগের এই ডিসপেন্সারিতে শনিবার সকাল নয়টা থেকে গৃহপালিত কুকুরের কামড় প্রতিরোধী এই ভ্যাকসিন দেওয়া হবে। জেলা পশু পালন বিভাগ থেকে জেলার পালিত সারমেয় মালিকদেরকে এই ক্যাম্পের সুযোগ নেবার আবেদন জানানো হয়েছে ।