Barak Valley

শিলচর-বদরপুর লাইনে বৈদ্যুতিক ইঞ্জিনের সফল ট্রায়াল

শিলচর : অতীতের সেই মিটারগজ লাইন পরিবর্তিত হয়ে ব্রডগজে রূপান্তরিত হয়েছে৷ এবারও কি বৈদ্যুতিক লাইনেও চলবে ট্রেন? এমন এক সম্ভাবনাকে সামনে রেখে আজ শিলচর-বদরপুর রেলস্টেশনের মধ্যে ইলেকট্রিক লোকো ট্রায়াল দিয়েছে WAG-9 লোকো ইঞ্জিন৷ উত্তর-পূর্ব রেলের পক্ষ থেকে ট্যুইট করে এ-খবর দেওয়া হয়েছে৷ ওই লাইনে ট্রেন ছেড়ে যাওয়ার দৃশ্যও ট্যুইটে ছড়িয়ে দেওয়া হয়েছে৷

রেল জানিয়েছে ২৯-৬০ রুট কিলোমিটার থেকে ৫২-৮৭ ট্রাক কিলোমিটার অবধি সর্বাধিক গতিতে এই ট্রায়াল হয়েছে৷ কারণ, শিলচর থেকে বদরপুরের মধ্যে বৈদ্যুতিকরণের কাজ ১০০% সম্পূর্ণ হয়ে গেছে৷ রেলসূত্র অবশ্য বলছে যে, পাহাড়লাইনে বৈদ্যুতিকরণ না হলে আগরতলা লাইনে এই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে৷

Show More

Related Articles

Back to top button