Barak Valley
শিলচর রোডে সংশোধিত যানবাহন চলাচল বিধি প্রত্যাহার

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জ শহরের শিলচর রোডে ৪ কিমি অংশে সড়ক প্রশস্ত করার জন্য শহরের শিলচর রোডে যান চলাচলে যে বিধি নিষেধ আরোপ করা হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে৷ করিমগঞ্জের দায়িত্বপ্রাপ্ত এডিসি জানিয়েছেন, গত ১৪ ফেব্রুয়ারি শহরের শিলচর রোডে ৪ কিমি অংশে রাস্তা প্রশস্ত করার জন্য করিমগঞ্জের জেলা আয়ুক্ত ও রিজিওনাল টান্সপোর্ট অথিরিটির চেয়ারম্যান ১৯৮৮ সালের যানবাহন আইনের ১১৫ ধারার অধীনে এক আদেশ যোগে শহরের শিলচর রোডে যানবাহন চলাচলে সংশোধিত যানবাহন চলাচল বিধি জারি করেছিলেন, তা ওই সড়কের কাজ সম্পূর্ণ হওয়ার প্রেক্ষিতে প্রত্যাহার করা হয়েছে৷ এখন থেকে ওই সড়ক দিয়ে সবধরনের যানবাহন স্বভাবিকভাবে চলাচল করতে পারবে বলে জানানো হয়েছে৷