Barak Valley

শুক্রবার রামকৃষ্ণ নগর ও পাথারকান্দি সম-জেলার উদ্বোধন

জনসংযোগ, করিমগঞ্জ, ৪ অক্টোবর : রাজ্যের ৩৯ টি নতুন গঠিত সম-জেলার সাথে শুক্রবার করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর এবং পাথারকান্দিতে দুইটি কো-ডিসট্রিক্ট বা সম জেলার উদ্বোধনী করা হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় রামকৃষ্ণ নগর ব্লক খেলার মাঠে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। এতে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পর্যটন, দক্ষতা, নিয়োগ ও শিল্পোদ্যোগ বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাহ, রামকৃষ্ণ নগরের মাননীয় বিধায়ক বিজয় মালাকারের উপস্থিতিতে রামকৃষ্ণ নগর সম-জেলার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে রামকৃষ্ণ নগর সম-জেলার সম-জেলা আয়ুক্ত ধ্রুবজ্যোতি দেব, রামকৃষ্ণ নগরের চক্র আধিকারিক সৌভিক দত্ত, সহকারি আয়ুক্ত প্রিয়াঙ্কা ইয়ামনাম, রামকৃষ্ণ নগর পৌরসভার চেয়ার পার্সন প্রতিমা নাথ, রাজনৈতিক দলের কর্মকর্তা, বিশিষ্ট নাগরিক এবং ওই এলাকার জনগণ অংশগ্রহণ করেন।

এদিন সম-জেলা স্থাপনের সাথে সমগ্র রামকৃষ্ণ নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। এতে মন্ত্রী তার বক্তব্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের ৩৯ টি সম-জেলার সাথে রামকৃষ্ণ নগরেও এই সম-জেলা স্থাপন করে জনগণের জন্য বিশেষ সুবিধা প্রদান করেছেন বলে জানান। তিনি এই সম-জেলা স্থাপনের ফলে রামকৃষ্ণ নগর বিধানসভার জনগণকে বিভিন্ন সরকারি কাজকর্মের জন্য আর ৬০-৬৫ কিলোমিটার দূর করিমগঞ্জ জেলা সদরে যাওয়ার কষ্ট লাঘব হল বলে উল্লেখ করেন।

মন্ত্রী এতে জানান যে এই সম-জেলা স্থাপনের ফলে জনগণ এখানেই জমির রাজস্ব বিষয়ক সেবা, উন্নয়নমূলক কাজকর্ম, কল্যাণমূলক প্রকল্পের সেবা, প্রশাসনিক, ম্যাজিসট্রিয়াল, খাদ্য ও অসামরিক সরবরাহ সেবা, আবগারি, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন সেবা এবং দুর্যোগ ব্যবস্থাপনার মত নাগরিক সেবাগুলি পেতে সক্ষম হবেন। রাজ্য সরকারের এই দূরদর্শী নীতির ফলে এই সম-জেলার জনগণকে সময় নষ্ট করে এবং কষ্ট সহ্য করে আর সেই এত দুর জেলা সদরে যেতে হবে না, এর জন্য জনগণ উপকৃত হবেন।

এতে তিনি বর্তমানে এই সম-জেলা কার্যালয়ের কাজকর্ম পর্যটন বিভাগের গেস্ট হাউসে অবস্থিত অস্থায়ী কার্যালয় থেকে চলবে বলে জানান এবং বলেন অতি শীঘ্র এক থেকে দেড় বছরের মধ্যে সম-জেলার স্থায়ী ভবন নির্মাণ শেষ হয়ে ওই ভবন থেকে পরিচালিত হবে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত সব নেত্রী বর্গ রাজ্য সরকার থেকে এই সময় জেলা স্থাপন করে জনগণকে সুবিধা প্রদানের জন্য মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এদিকে ওইদিন পাথারকান্দিতে মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া পূর্ত বিভাগীয় ডাক বাংলোর পাশে পাথারকান্দি সম-জেলার উদ্বোধন করেন। এই উপলক্ষে পাথারকান্দি থানার নিকটবর্তী বিসর্জন ঘাটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাহ, পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, রামকৃষ্ণ নগরের বিধায়ক বিজয় মালাকার, দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ, করিমগঞ্জের জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, সম-জেলা আয়ুক্ত মিনার্ভা দেবী আরামবাম, চক্র আধিকারিক বলিন বাবা বালারি, সহকারি আয়ুক্ত রুপক মজুমদার সহ পাথারকান্দির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, বিশিষ্ট নাগরিক, জনগণ এবং মিডিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Show More

Related Articles

Back to top button