WorldOthers

শুভ মহালয়া রোববার, এদিন ছুটি নিয়ে যা জানা গেল

আন্তর্জাতিক রিপোর্ট || ঢাকা | ১৮ সেপ্টেম্বর ২০২৫

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ বছর সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি উপভোগ করবেন ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত। তবে আসছে রোববার (২১ সেপ্টেম্বর) শুভ মহালয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হলেও এদিন সরকারি কোনো ছুটি নেই।

শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের ছুটির তালিকাতেও মহালয়ার ছুটি উল্লেখ নেই। তবে অনেক সনাতন ধর্মাবলম্বী ব্যক্তি এদিন ঐচ্ছিক ছুটি নিয়ে থাকেন।

সরকারি ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, ১ অক্টোবর (বুধবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে রয়েছে সাধারণ ছুটি। আর সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৩ ও ৪ অক্টোবরও বন্ধ থাকায় টানা চার দিনের ছুটি উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

শুভ মহালয়া মানে হলো দেবীপক্ষের সূচনা, যা পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হয় এবং দুর্গাপূজার উৎসবের বার্তা নিয়ে আসে। বিশ্বাস করা হয়, এই দিনে দেবী দুর্গা পৃথিবীতে অবতরণ করেন। তাই মহালয়া হলো এমন এক পবিত্র সময়, যখন পূর্বপুরুষদের স্মরণ করা হয় এবং দেবী দুর্গার আগমনের প্রতীক্ষায় পূজারী সমাজ মাতোয়ারা হয়ে ওঠে।

Show More

Related Articles

Back to top button