Barak Valley

শ্রীগৌরীতে জাতীয় সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত ২

শ্রীগৌরী : মঙ্গলবার আনুমানিক ২:৩০ মিনিটে বদরপুর থানাধীন শ্রীগৌরী জাতীয় সড়কে অটো ও মারুতি সুইফট গাড়ির মধ্যে সংঘর্ষে ঘটে দুর্ঘটনা৷ এতে অটোচালক ও এক যাত্রী গুরুতর আহত হন৷

ঘটনার বিবরণে জানা যায়, রাস্তার কিনারে অবৈধভাবে বালু রাখা ছিল৷ সেই জায়গায় মারুতি গাড়ির সামনে হঠাৎ করে মারুতি সুইফট গাড়ির সামনে একটি গরু চলে আসে৷ ব্রেক কষে গরুকে বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে৷

প্রত্যক্ষদর্শীর দেওয়া বিবরণ মতে, AS-01-DQ-1015 নম্বরের মারুতি সুইফট গাড়ির হঠাৎ ব্রেক কষার জন্য AS-11-DC-7031 নম্বরের ১টি অটো এসে পেছনদিকে ধাক্কা মারে৷ ধাক্কায় গুরুতর আহত হন অটোযাত্রী বদরপুর খাদিমবাড়ির আব্দুহ সুবহান এবং কালাইনের বাসিন্দা অটোচালক মহাদেব নাথ৷ স্থানীয়রা অটোচালক ও যাত্রীদের উঠিয়ে শ্রীগৌরী হাসপাতালে পাঠিয়ে দেন৷

অন্যদিকে, সাধারণ মানুষ অভিযোগ করে বলেন, এভাবে বদরপুরের বিভিন্ন জায়গায় জাতীয় সড়কের পাশে ব্যবসায়ীদের বালু-পাথর রাখা থাকে৷ এতে সমস্যায় ভোগতে হয় পথচারী ও গাড়ি চালকদের৷ যার ফলে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে৷ এ ব্যাপারে শীঘ্র ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন সাধারণ মানুষ৷

Show More

Related Articles

Back to top button