Barak ValleyEntertainment

শ্রীভূমিতে জুবিনের স্মৃতিধন্য রমণীমোহন ইনস্টিটিউট আজ অবহেলার শিকার

শিল্পীর সহপাঠী ও শতভিষা দুর্গাপূজা কমিটির দাবি, সংস্কার করে প্রেক্ষাগৃহের মঞ্চ জুবিন গার্গের নামে উৎসর্গ করা হোক

শ্রীভূমি ২৪ সেপ্টেম্বর: করিমগঞ্জ জেলার (বর্তমান শ্রীভূমি) ঐতিহ্যবাহী রমণীমোহন ইনস্টিটিউটের ভিতর প্রান্তিক কিন্ডারগার্টেন নামের ইংরজি স্কুল থেকে শিল্পী জুবিন গার্গের শিক্ষাজীবনের সূচনা হয়েছিল। কালস্রোতে প্রান্তিক স্কুল যেমন বন্ধ হয়েছে তেমনি সংস্কারের অভাবে ধুঁকছে রমণীমোহন ইনস্টিটিউট। নিয়তির নিষ্ঠুর পরিহাসে ইতিমধ্যে পৃথিবী থেকেও বিদায় নিয়েছেন জুবিন। ফলে নিজের প্রিয়জনের স্মৃতি ধরে রাখতে রমণীমোহন ইনস্টিটিউটকে নতুনভাবে সংস্কার করে শিল্পী জুবিন গার্গের নামে মঞ্চটি উৎসর্গ করার দাবি উত্থাপন করেন জুবিনের সহপাঠী এবং শতভিষা দুর্গাপূজা কমিটির কর্মকর্তারা।

মঙ্গলবার হাজারো অনুরাগীদের চোখের জলেই পঞ্চভূতে বিলীন হলেন হলেন অসমের গর্ব বিখ্যাত কন্ঠশিল্পী জুবিন গর্গ। নিজের কণ্ঠে যেমন দেশ-বিদেশের মানুষকে মুগ্ধ করেছেন তেমনি শেষযাত্রায় দেশ তথা রাজ্যবাসীকেবার্তা দিয়ে গেলেন সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নাই। জুবিনের বাল্যজীবন কাটানো প্রাণের শহর করিমগঞ্জের (শ্রীভূমি) বিভিন্ন স্থানে স্মরণসভা আয়োজিত হয়। যে রমণীমোহন ইনস্টিটিউটের ভিতর শৈশবের স্কুল শিক্ষা শুরু করেছিলেন জুবিন কার্যত সেই রমণীমোহনে তার প্রয়াণে আয়োজিত স্মৃতিচারণ করতে স্বভাবতই বাকরুদ্ধ হয়ে পড়েন সবাই। জুবিনের গর্গের স্কুল জীবনের বন্ধু এবং ঐতিহ্যবাহী ক্লাব শতভিষা দুর্গাপূজা কমিটির উদ্যোগে মঙ্গলবার রাতে এক স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়।

রমণীমোহন ইনস্টিটিউট প্রেক্ষাগৃহে জুবিন গার্গের প্রতিকৃতিতে মাল্যদান করে সবাই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শতভিষা ক্লাবের সহ-সভাপতি হিসেবে চিরদীপ ভট্টাচার্য (সুমন), কিশোর দে, এবং অপরূপ দাস, সাধারণ সম্পাদক হিসেবে আশিস দাশ পুরকায়স্থ ও কোষাধ্যক্ষ হিসেবে সমরেন্দু পাল, শিল্পী অরূপ রতন দাস সহ অন্যরা প্রাসঙ্গিক বক্তব্যে বলেন জুবিন গর্গ শুধু একজন শিল্পী ছিলেন না, ছিলেন স্পষ্টবক্তা। নিজের মনে যা তা তিনি মুখে প্রকাশ করতেন এবং গর্বের সঙ্গে বলতেন আমি অর্ধেক বাঙালি। কিছুটা পাগল প্রকৃতির মানুষ ছিলেন এবং সত্যকে সত্য বলার মতো সাহস জুবিনের মতো হাতেগুনা কিছু লোকের থাকে বলেই মৃত্যুর পরও অমর হয়ে থাকেন।

শ্রীভূমিতে শতভিষার জুবিন স্মরণ, রমণীমোহনে মঞ্চ শিল্পীর নামে উৎসর্গের দাবি

করিমগঞ্জ (বর্তমান শ্রীভূমি) জেলার প্রান্তিক স্কুলে পড়াশোনা করেছেন এবং জীবনের শৈশব কাল কাটিয়েছেন সেটেলমেন্ট রোডের ম্যাজিস্ট্রেইট কোয়ার্টারে। ফলে বহু সাক্ষাৎকারে দুর্গাপুজার প্রসঙ্গ আসলেই নির্দ্বিধায় করিমগঞ্জের দুর্গাপূজার কথা বলতেন শিল্পী জুবিন গর্গ। যে রমণীমোহনের ইনস্টিটিউটের ভিতরে তৎকালীন সময়ের একমাত্র ইংরেজি স্কুলে প্রান্তিকে জুবিন গর্গ পড়াশোনা করেছেন, প্রেক্ষাগৃহে ভিতরের নির্ধারিত মঞ্চে নাটকে অভিনয় করেছেন, সেই রমণীমোহন ইনস্টিটিউটকে সংস্কারের অভাবে নষ্ট হচ্ছে। রমণীমোহনকে সাজিয়ে নির্ধারিত মঞ্চটি জুবিনের নামে উৎসর্গ করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন জুবিনের স্কুল জীবনের সহপাঠী এবং শতভিষা দুর্গাপূজা কমিটির কর্মকর্তারা।

Show More

Related Articles

Back to top button