Barak Valley

শ্রীভূমিতে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় সর্বধর্ম সমন্বয় সভার

শ্রীভূমি : দুর্গাপূজার এই আনন্দঘন মুহূর্তে যখন বিভিন্ন প্রান্তে ছোটখাটো অপ্রীতিকর ঘটনা ঘটেই চলেছে সেই মুহূর্তে শ্রীভূমি জেলার পূজা মন্ডপগুলোতে উপস্থিত হয়ে শারদীয় শুভেচ্ছা বিনিময় করে দৃষ্টান্ত স্থাপন করলেন বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার কর্মকর্তারা। সোমবার মহাসপ্তমীর বিকেলে শ্রীভূমি শহরের অগ্রগামী ক্লাবে শুভেচ্ছা বিনিময় করে এই কর্মসূচির শুভযাত্রা করা হয়।

শুভেচ্ছা বিনিময়ে সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন বলেন, প্রতি বছর বরাক উপত্যকা জুড়ে চারদিন ব্যাপী শুভেচ্ছা বিনিময় অভিযান চালানো হয়। মহাষ্টমীতে কালিবাড়ি রোড, কুশিয়ারকুল, অখণ্ড মণ্ডলী, রয়েল স্টার, মদন মোহন, গঙ্গা ভাণ্ডার, ইএওডি কলোনি, ইয়ুথ ইউনিটি, ইয়ুথ স্কোয়ার, বাসস্টেন্ড, শহরতলী, কলেজ মাঠ, সুভাষ মিলনী, নেতাজী মেলার মাঠ, বনমালী, মালিপাড়া, সঙ্ঘশ্রী ক্লাব, সেটেলমেন্ট কালিবাড়ি সহ ইত্যাদি পূজামন্ডপে শুভেচ্ছা বার্তা দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। শুভেচ্ছা বিনিময় অভিযানে শত:স্ফূর্ত সমর্থন ও ভালোবাসা পাওয়া যায়।

এদিকে, মহানবমীতে পাথারকান্দি এলাকায় শুভেচ্ছা বিনিময় অভিযান চালানো হয়েছে বলে জানান সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন। সেখানে কর্মসূচিতে অংশগ্রহণ করেন সংস্থার কেন্দ্রীয় সভাপতি হরেকৃষ্ণ গোস্বামী, সিদ্ধার্থ শেখর পাল চৌধুরী, সুরঞ্জন দাস, কাজল রাজকুমার, শিল্পী সাহিল উদ্দিন সহ অন্যান্যরা।

Show More

Related Articles

Back to top button