Barak Valley

শ্রীভূমিতে সেবা সপ্তাহে গাছের চারা রোপণ

জনসংযোগ, শ্রীভূমি : প্রধানমন্ত্রীর জন্মদিনের সঙ্গে সঙ্গতি রেখে ১৭ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য সরকার পক্ষে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে ‘সেবা হি সমর্পণ’ নামে ‘সেবা সপ্তাহ’ শুরু করা হয়েছে। যার অঙ্গ রূপে শুক্রবার শ্রীভূমি জেলা বন বিভাগ ও জেলা উচ্চতর শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে শ্রীভূমি জেলার গম্ভীরা চা বাগানস্থিত মুক্তিযোদ্ধা পীতাম্বর কুর্মি আদর্শ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

‘এক পেড় মা কে নাম’ অর্থাৎ এক বৃক্ষ মায়ের নামে নামকরণে বনবিভাগের তরফে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন মূল্যবান গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি রূপে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা, জেলা বন আধিকারিক অমল বোরহাডে, জেলার স্কুলসমূহের পরিদর্শক নীলমজ্যোতি দাস সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। তাঁরা তাঁদের বক্তব্যে পরিবেশ রক্ষায় গাছের প্রয়োজনীয়তা এবং মানব জীবনে গাছপালার উপকারিতার বিষয়ে ছাত্রছাত্রীদের সম্মুখে আলোচনা করে ছাত্রছাত্রীদের বৃক্ষ রোপণ ও গাছপালার যত্ন নেওয়ার জন্য অনুপ্রাণিত করেন। এর সাথে সঙ্গতি রেখে জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের মায়ের নামে নিজ নিজ এলাকায় গাছের চারা রোপণ করে।

Show More

Related Articles

Back to top button