সত্য সাঁই সেবা সমিতির সুবর্ণজয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা করিমগঞ্জে

করিমগঞ্জ : করিমগঞ্জে শ্রীসত্য সাঁই সেবা সমিতির সুবর্ণ জয়ন্তী ও ৬মে সত্য সাই বাবার দিব্যমাতা ঈশ্বরাম্মার প্রয়াণ দিবস উপলক্ষে রবিবার সমিতির উদ্যোগে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়৷ এদিন সকাল ৮টায় রমণীমোহন ইন্সিটিউট থেকে সত্য সাই বাবার ছবি সম্বলিত বিভিন্ন উপদেশমূলক বাণী সহ প্ল্যাকার্ড হাতে নিয়ে অসংখ্য ভক্তদের উপস্থিতিতে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় সেখানে এসে সমাপ্তি ঘটে৷ এতে সমিতির বাল বিকাশ ছাত্র শাখা, ঈশ্বরাম্মা যোগ কেন্দ্র, শ্রী সত্য সাই বিনামূল্যে টেইলারিং ও কোচিং সেন্টারের ছাত্রছাত্রী এবং নেতাজী ব্যায়াম সংঘ, সরস্বতী বিদ্যানিকেতনের ছাত্রছাত্রী ও অভিভাবক, সমিতির সকল সদস্যা-সদস্যা ভক্ত সহ আরো অনেকে অংশগ্রহণ করেন৷
পরে রমণী মোহন ইনস্টিটিউটে সত্য সাই বাবার ভজন কীর্তন ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ করা হয়৷ এতে উপস্থিতি ছিলেন করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার সভাপতি সঞ্জয় পাল চৌধুরী, উপ-সভাপতি শিবশঙ্কর দত্ত, আহ্বায়ক শঙ্কর ঘোষ, অলকেশ দাস, পিয়াল জ্যোতি সোম, সিদ্ধার্থ মোহন দাস, অনিন্দ্য সুন্দর দত্ত, দিগ্বিজয় শুক্লবৈদ্য, অনন্যা দত্ত, সুকন্যা দাস সহ অসংখ্য ভক্ত৷
সঞ্জয় পাল চৌধুরী জানান, করিমগঞ্জ সমিতির সুবর্ণজয়ন্তী উদযাপন উৎসব গত ৩১ মার্চ রমণীমোহন ইনস্টিটিউটে শুরু হয়৷ যা সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে৷ এ উপলক্ষে সোমবার ছাত্রছাত্রীদের মধ্যে শ্লোক, ক্যুইজ প্রতিযোগিতা, যোগাসন প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ ১২মে রবিবার সমিতির পক্ষে ঈশ্বরাম্মা আহার সেবা ও ১৯মে রবিবার করিমগঞ্জ তথা বরাক উপত্যকা ভিত্তিক ঈশ্বরাম্মা যোগ কেন্দ্রের ছাত্রছাত্রী ও সত্য সাই সেবা সমিতির ছাত্রছাত্রীদের দ্বারা বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রয়েছে৷