Barak Valley

সরকারি চিকিৎসকদের ডিউটির সময় প্রাইভেট প্র্যাকটিস না করার নির্দেশ

করিমগঞ্জ : রাজ্য সরকারের জারি করা নির্দেশ অনুসারে করিমগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক, অতিরিক্ত মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক (পরিবার কল্যাণ), জাতীয় স্বাস্থ্য মিশন, জেলা স্বাস্থ্য সমিতির অধীনে কর্মরত চিকিৎসকদের তাঁদের কর্তব্যকালীন সময়ে যে কোন ব্যক্তিগত অভ্যাস বা Private Practice থেকে বিরত থাকতে যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক নির্দেশ দিয়েছেন৷

এতে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক সরকারি নির্দেশনার প্রেক্ষিতে আরও জানিয়েছেন, করিমগঞ্জ জেলায় চলতে থাকা সব ব্যক্তি মালিকাধীন clinical establishment, তাদের প্রতিষ্ঠানে অভ্যাস করা সরকারি চিকিৎসকদের কাছ থেকে self declaration নিতে হবে, যে চিকিসক সরকারি কর্তব্যকালীন সময়ে ওই প্রতিষ্ঠানে কোন ব্যক্তিগত অভ্যাস করেন না৷

এই নির্দেশ অমান্য করলে আইন অনুসারে কঠোর অনুশাসনমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এর জন্য ওই ব্যক্তিগত clinical প্রতিষ্ঠানের মালিক ও চিকিৎসক উভয়ই দায়ী থাকবেন৷ এই নির্দেশ তাৎক্ষণিকভাবে বলবৎ হয়েছে৷

Show More

Related Articles

Back to top button