Barak ValleySports
আছিমগঞ্জের ওরিওর মার্শাল আর্ট অর্গানাইজেশন অবৈধ! পাথারকান্দি থানায় মামলা

পাথারকান্দি : ওরিওর মার্শাল আর্ট অর্গানাইজেশন বন্ধের দাবিতে শুক্রবার পাথারকান্দি থানায় মামলা দায়ের করল আছিমগঞ্জের রিলাইন্ট মার্শাল আর্ট অর্গানাইজেশন৷ এজাহারে রিলাইন্ট গ্রুপের পক্ষে অভিযোগ করা হয়, ওরিওর মার্শাল আর্ট নামের এই ক্যারাটে স্কুল সম্পূর্ণ অবৈধ৷ তাঁদের কাছে সরকারি কোন বৈধ অনুমতি নেই৷ ফলে তাঁরা সময়ে সময়ে তাঁদের প্রশিক্ষার্থীদের হাতে ভুঁয়ো সার্টিফিকেট দিয়ে যুবক-যুবতীদের বিপথে পরিচালিত করছে৷ এছাড়া ওরিওর অন্য ভুঁয়ো সংস্থার সাথে মিলে জনগণকে প্রতারণা করে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে৷ ফলে বিষয়টি খতিয়ে দেখতে তাঁরা পুলিশের সহযোগিতা কামনা করেন৷ এজাহারে সাক্ষর করেন রিলাইন্ট গ্রুপের পক্ষে জয়নুল হক সহ অন্যরা৷ তাঁরা জানান, ওরিওর মার্শাল আর্ট অর্গানাইজেশনের দেওয়া মানপত্র সম্পূর্ণ ভাবে অবৈধ এবং এর কোন মান্যতা নেই৷