Barak Valley
সাংবাদিক নিগ্রহের নিন্দা এডিটর্স গিল্ডের

শিলচর পিএনসি – বুধবার পশ্চিম আসামের মানকাচরে এআইইউডিএফ আয়োজিত এক নির্বাচনী সভায় সাংবাদিকদের নিগ্রহের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এডিটরস গিলড অফ ইন্ডিয়ার সদস্য তথা বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার সভাপতি হারাণ দে।
তিনি সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের সঙ্গে এধরনের অশালীন ব্যবহারের জন্য অভিযুক্ত দলের সদস্যদের শাস্তির দাবি জানান।
হারাণ বাবু এক বিবৃতিতে বুধবার হাফলঙের কাছে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের প্রতি অশালীন ব্যাবহার করায় লামডিঙের ডিআরএম কে সাংবাদিক দের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
দিন দিন সাংবাদিকদের হেনস্থা করার ঘটনা বৃদ্ধি পাওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।