Barak Valley

সুতারকান্দিতে লিগেল সার্ভিস ও সর্বধর্ম সমন্বয় সভার উদ্যোগে চিকিৎসা শিবির

সুতারকান্দি : বন্যার পরবর্তীতে জেলার বিভিন্ন স্থানে নানা রোগের দেখা দিয়েছে৷ এর প্রেক্ষিতে বন্যাক্রান্ত এলাকায় District Legal Sevice Authortiy ও বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার ব্যবস্থাপনায় স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হচ্ছে৷ বৃহস্পতিবার করিমগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সুতারকান্দি মডেল স্কুলে বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়৷

এদিন বেলা ১১টায় শিবির শুরু হয়৷ চলে বিকাল ৪টা পর্যন্ত৷ শিবিরে বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন ডাক্তাররা৷ পাশাপাশি জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় ওষুধপত্র বিনামূল্যে প্রদান করা হয়৷ এছাড়া সর্বধর্ম সমন্বয় সভার পক্ষ থেকেও রোগীর পরিবারর্গের রোগীর হাতে তুলে দেওয়া হয় জল বিশুদ্ধিকরণ পাউডার, কীটনাশক, পানীয় জল, বিস্কুট, চকোলেট ইত্যাদি৷ শিবিরে প্রায় ১২০ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়৷

শিবিরে জনসংখ্যা নিয়ন্ত্রণের উপর বক্তব্য রাখেন মনিকা বড়ো, ডাঃ আপন দাস, এইচ এম আমির হোসেন৷ উপস্থিত ছিলেন প্রমথেশ নাথ, বিলয় দেব৷ শিবিরে সহযোগিতা করেন শিক্ষিকা মাম্পি দাস পুরকায়স্থ, নজরুল ইসলাম চৌধুরী, ইসরাজ হোসেন চৌধুরী, ময়নুল হক চৌধুরী প্রমুখ৷ সর্বধর্ম সমন্বয় সভার সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেনের ধন্যবাদ সূচক বক্তব্যের মাধ্যমে শিবির সমাপ্ত হয়৷

Show More

Related Articles

Back to top button