সুতারকান্দি ক্লাবের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

এইচ এম আমির হোসেন, করিমগঞ্জ : সুতারকান্দি ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয় মঙ্গলবার। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক আব্দুর রকিব চৌধুরী, বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন, আইনজীবী হাসিনা রহমান চৌধুরী, আনোয়ার হোসেন চৌধুরী প্রমুখ। খেলোয়াড়দের উৎসাহ প্রদান করে বক্তব্য রাখেন অতিথিরা। শুরুতে অতিথি ও খেলোয়াড়দের মধ্যে পরিচয়পর্ব সেরে নেওয়া হয়। উদ্বোধনী ম্যাচে হামিন্দপুর যুব পরিষদ ও জাড়ুয়া স্টার বয়েজ ক্লাব লড়াইয়ে নামে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হামিন্দপুর যুব পরিষদ এক গোলে জয়ী হয়। এক মাস পর্যন্ত টুর্নামেন্ট চলবে বলে জানান ফয়েজ আহমেদ চৌধুরী, জন্নতুল হক চৌধুরী, আজিজ আহমেদ চৌধুরী, সাহাদ আহমেদ চৌধুরী, ফয়সল আহমেদ চৌধুরী সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা।