Barak ValleyEducation

মেধাবী সুকন্যাকে সংবর্ধনা করিমগঞ্জ UDSF-র

করিমগঞ্জ : এবারের মাধ্যমিক পরীক্ষায় ৯ম স্থান অধিকার করে করিমগঞ্জের মান রাখলেন সুকন্যা দাস৷ UDF-র কেন্দ্রীয় ছাত্র শাখার সভাপতি নছিম আহমেদের নির্দেশে করিমগঞ্জ জেলা UDSF-র সভাপতি ইফজাল হুসেন সুকন্যার ঘরে গিয়ে গামোছা, ফুলের তোড়া ও অন্যান্য সামগ্রী সহ সংবর্ধনা জানান৷ পাশাপাশি তার পিতা-মাতা ও শিক্ষক-শিক্ষিকাকে ধন্যবাদ জানান ইফজাল৷

Show More

Related Articles

Back to top button