Barak Valley

স্বামী‌কে খুন ক‌রে পু‌লি‌শের কাছে আত্মসমর্পণ ঘাতক স্ত্রীর, চাঞ্চল্য‌ করিমগঞ্জের কাঁঠালত‌লি‌তে

বাজা‌রিছড়া, ১৬ এপ্রিল : নিজের স্বামীকে কুপিয়ে খুন ক‌রে অবশেষে পু‌লি‌শের কাছে আত্মসমর্পণ করেছেন ঘাতক-পত্নী। লোমহর্ষক ঘটনা‌টি সংঘ‌টিত হ‌য়ে‌ছে করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকা‌ন্দি বিধানসভা কেন্দ্রের বাজা‌রিছড়া থানাধীন কাঁঠালত‌লি পু‌লিশ ওয়াচ পোস্টের এলাকার ত্রিরিম‌টি চা বাগা‌নে। ঘটনায় চাঞ্চল্য‌ ছড়িয়েছে কাঁঠালত‌লি‌ এলাকায়।

আজ শনিবার বাজারিছড়া থানা সূত্রে জানা গেছে, লোমহর্ষক ঘটনাটির পেছনে পারিবারিক বিবাদ জড়িত। এ রকমই কোনও এক ঘটনায় এক সন্তানের জননী অনিতা নায়েক (৩২) নামের মহিলা তাঁক স্বামী বিজয় নায়েক (৪০)-কে ধারালো দা দিয়ে গলায় কোপ বসিয়ে খুন করেছেন। ঘটনা বৃহস্পতিবার মধ্য রাতে সংঘটিত হওয়ার পর গতকাল শুক্রবার ঘাতক অনিতা কাঁঠালতলি পুলিশ ওয়াচ পোস্টে গিয়ে রক্তমাখা খুনে ব্যবহৃত দা সহ আত্মসমর্পণ করেছেন।

এদিকে পু‌লিশ তদ‌ন্তে নে‌মে বিজয় নায়েকের রক্তাক্ত মৃত‌দেহ উদ্ধার ক‌রে ময়না তদ‌ন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠায়। ময়না তদন্তের পর গতকাল রাতে বিজয়ের মৃতদেহ তার প‌রিবা‌রের হা‌তে সম‌ঝে দিয়েছে পুলিশ।

অন্যদিকে খুনি অনিতাকে করিমগঞ্জের বিচারবিভাগীয় আদাল‌তে পেশ করে তিন দি‌নের রিমা‌ন্ডে নিয়েছে পুলিশ। তাকে পাথারকা‌ন্দি থানাধীন ম‌হিলা হো‌মে রে‌খে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পু‌লি‌শি জেরায় লোমহর্ষক খুনের পেছনে ত্রিকোণ প্রেমঘটিত কারণ থাকার খবর পাওয়া গে‌ছে। পুলিশ অফিসার জানান, খুন করার আগে স্ত্রী অনিতা তাঁর সিঁথির সিঁদুর মু‌ছে, হা‌তের শাখা ও গলার মঙ্গলসূত্র খু‌লে স্বামীর পা‌শে রে‌খে রণচণ্ডীর রূপ ধারণ করে হাতে ধারালো দা নিয়ে বিজয়ের গলায় কোপ বসান।

Show More

Related Articles

Back to top button