Barak Valley
স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে নিলামবাজার সিও ও এসডিকে স্মারকপত্র ইয়ুথ ওর্গানাইজেশনের

নিলামবাজার : বৈদ্যুতিক স্মার্ট মিটারের বিরুদ্ধে সারা রাজ্যের সাধারণ বৈদ্যুতিক গ্রাহকরা প্রতিবাদ মুখর হয়ে উঠেছেন৷ স্মার্ট মিটার প্রত্যাহারে জনতার দাবি জোরালো করতে তৎপর হয়ে উঠেছে নিলামবাজার অগ্রণী সামাজিক সংস্থা নিলামবাজার ইয়ুথ অর্গানাইজেশন এনজিও৷
মঙ্গলবার, স্মার্ট মিটার প্রত্যাহারে দাবিতে ইয়ুথ অর্গানাইজেশনের সভাপতি শুভ্র বর্ধনের নেতৃত্বে এক প্রতিনিধি দল নিলামবাজারের সার্কল অফিসার ও বিদ্যুৎ পর্ষদের SDO-র সঙ্গে সাক্ষাৎ করে পৃথক পৃথক স্মারকপত্র প্রদান করে ইয়ুথ অর্গানাইজেশন৷ এতে জন ভোগান্তিকর বিতর্কিত স্মার্ট মিটার দ্রুত প্রত্যাহারে করে পুরনো ডিজিটাল মিটার ফেরানোর দাবি জানান৷ অর্গানাইজেশনের পক্ষ থেকে সতর্ক করে জানিয়ে দেওয়া হয়েছে, যদি এব্যাপারে পদক্ষেপ না নেওয়া হয়, তবে শীঘ্রই বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে৷