Barak Valley
হাইলাকান্দিতে আরও নয়টি আধার কেন্দ্র

জনসংযোগ, হাইলাকান্দি, ১৭ আগস্ট : হাইলাকান্দি জেলায় আধার কার্ড ইস্যুর গতি আনতে আরো নয়টি আধার এনরোলমেন্ট সেন্টার চালু করা হয়েছে।। এগুলি হল মোহনপুরের বার্নিব্রিজ জিপি অফিস, পাঁচগ্রাম টাউন এইচএস স্কুল, হাইলাকান্দি বিডিও অফিস,শিরিষপুর জিপি অফিস,ধলছড়া বিলাইপুর জিপি অফিস, মনাছড়ায় অবস্থিত লালা বিডিও অফিস,আর্জানপুর এম ভি স্কুল মনিপুর অবস্থিত দক্ষিণ হাইলাকান্দি ভিডিও অফিস এবং ধলাই বাগান জিপি অফিস।