Barak Valley

হাইলাকান্দিতে জল সম্পদ বিভাগের কন্ট্রোল রুম

জনসংযোগ, হাইলাকান্দি, ২৮ এপ্রিল : আসন্ন বর্ষা মরশুমে হাইলাকান্দির নদীগুলির জল স্ফীতির ওপর নজর রাখতে জল সম্পদ বিভাগ থেকে হাইলাকান্দিতে একটি ফ্লাড সেল খোলা হয়েছে। এই ফ্লাড সেলের কন্ট্রোল রুম নম্বর হচ্ছে 9531118177 জল সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে এই কন্ট্রোল রুমের দায়িত্বে থাকবেন জুনিয়র ইঞ্জিনিয়ার দেবাঞ্জন পাল 8403874633 আগামী এক মে থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এই কন্ট্রোল রুম চালু থাকবে।

Show More

Related Articles

Back to top button