Barak Valley
হাইলাকান্দিতে বিষ্ণু রাভা দিবস পালিত

হাইলাকান্দি, ২০ জুন : হাইলাকান্দিতেও বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে বিষ্ণু রাভা দিবস পালন করা হয়। এই উপলক্ষে জেলা আয়ুক্তের সভাকক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় এক সভা অনুষ্ঠিত হয়। জেলার প্রবীণ নাগরিক এবং সাংস্কৃতিক কর্মকর্তাদের উপস্থিতিতে সভায় তেজপুর থেকে বিষ্ণু রাভার রাজ্য পর্যায়ের কেন্দ্রীয় অনুষ্ঠান জায়ান্ট স্ক্রিনে সম্প্রচার করে দেখানো হয়। এতে অন্যান্যদের মধ্যে এডিসি ত্রিদীপ রায়,সাংসদ প্রতিনিধি দিব্যেন্দু চন্দ, ড্রিমস সংগঠনের সভাপতি গৌতম গুপ্ত, প্রবীণ নাগরিক সংগঠনের কর্মকর্তা নারায়ন দেবনাথ প্রমুখ অংশ নেন।