রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জনকে সংবর্ধনার প্রস্তুতি করিমগঞ্জ বিজেপির

করিমগঞ্জ : রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাসকে সংবর্ধনা দিতে প্রস্তুতি নিয়েছে করিমগঞ্জ জেলা বিজেপি৷ আগামী শনিবার দলীয় তরফে তাঁকে ঝাঁকালো সংবর্ধনা জানানো হবে, জানিয়েছেন দলের জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য৷ রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়ার পর শনিবার প্রথমবারের মতো গৃহ জেলায় আসছেন মিশন রঞ্জন দাস৷ তাঁকে স্বাগত জানাতে জোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সুব্রত ভট্টাচার্য৷
মঙ্গলবার জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য জানান, আগামী শনিবার মিশনবাবু করিমগঞ্জে ফিরছেন৷ ওইদিন সকাল ১০টায় কুম্ভিরগ্রাম বিমানবন্দরে রিসিভ করা হবে মিশনবাবুকে৷ সেখান থেকে গাড়ি নিয়ে রেলি করে করিমগঞ্জ নিয়ে আসবেন তাঁরা৷ এরপর সেনকো পেট্রোলপাম্পের সামনে থেকে বাইক রেলি করে জেলা গ্রন্থাগার মিলনায়তনে নিয়ে আসা হয়৷ সেখানে দলের তরফে রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাসকে সংবর্ধনা দেওয়া হবে৷
সুব্রত ভট্টাচার্য বলেন, মিশনবাবুর সাংসদ হওয়াটা করিমগঞ্জবাসীর জন্য গৌরবের বিষয়৷ দীর্ঘ বছর পর করিমগঞ্জ রাজ্যসভায় সাংসদ পেয়েছে৷ এইদিন দেখার জন্য এত বছর অপেক্ষা করতে হয়েছে জেলাবাসীকে বলে মন্তব্য করেন সুব্রত৷