Barak Valley
আজ হাইলাকান্দিতে হজ ওরিয়েন্টেশন ট্রেনিং

জনসংযোগ, হাইলাকান্দি, ৯ মে : হাইলাকান্দি শহরের ভিশিংছায় অবস্থিত হজ ভবনে বুধবার হজ ওরিয়েন্টেশন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। রাজ্য হজ কমিটির নির্দেশে এবং হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে সকাল দশটা থেকে ১০ মে তারিখের এই কার্যসূচী শুরু হবে। এতে ২০২৩ সালে হাইলাকান্দির সব হজ যাত্রীকে উপস্থিত থাকতে হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে এক বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।