Barak ValleyAssamNorth-East

বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে করিমগঞ্জে সচেতনতা রেলি ও সভা

জনসংযোগ, করিমগঞ্জ : ২৪ মার্চ বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে করিমগঞ্জে বিভিন্ন সচেতনতা কার্যসূচির মধ্য দিয়ে এই দিবস পালন করা হয়েছে। ওই দিন সকাল সাড়ে নয়টায় করিমগঞ্জের সিভিল হাসপাতাল থেকে ছাত্র-ছাত্রী, নাগরিক এবং স্বাস্থ্যকর্মীদের সহযোগে এক সচেতনতা রেলি বের করা হয়।

এই রেলির শুভারম্ভ করেন করিমগঞ্জের স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডা. রাজীব কুমার বরুয়া। যক্ষা রোগ নিয়ে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে এই রেলি শহরের মুখ্য সড়ক পরিক্রমা করে। তারপর করিমগঞ্জের সিভিল হাসপাতালের সভাকক্ষে বিভিন্ন সংগঠনের কর্মকর্তা ও বিশিষ্ট নাগরিকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

করিমগঞ্জের স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই আলোচনা সভায় আসাম রাজ্যিক পরিবহন নিগমের অধ্যক্ষ মিশন রঞ্জন দাস, করিমগঞ্জ সিভিল হাসপাতালের অধীক্ষক ডা. লিপি দে, জেলার টিবি অফিসার ডা. বিমল কুমার সরকার, রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের ডিপিএম হানিফ মোহম্মদ কৌশর আলম প্রমূখ এতে অংশগ্রহণ করেন।

প্রারম্ভিক ভাষণে ডিপিএম জেলায় যক্ষ্মা রোগ শনাক্তকরণের উপর গুরুত্ব আরোপ করেন। এতে জেলা টিবি অফিসার ডা. বিমল কুমার সরকার যক্ষা রোগ শনাক্ত এবং আধুনিক চিকিত্‍সা পদ্ধতিতে এর সম্পূর্ণ সুস্থতা নিয়ে বিশদভাবে আলোচনা করেন।

স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডা. রাজীব কুমার বরুয়া তার সারগর্ভ বক্তব্যে বলেন যে আগে একটি সময় ছিল যখন কারো যক্ষা হলে তার সুস্থ হওয়ার সম্ভাবনা ক্ষীণ থাকত। কিন্তু বর্তমান আধুনিক চিকিত্‍সা ব্যবস্থায় নানা ধরনের ঔষধের আবিষ্কারের ফলে নিয়মিত ঔষধের সেবন এবং পথ্য গ্রহণের মাধ্যমে যক্ষা থেকে রক্ষা পাওয়া সহজ হয়েছে। আলোচনায় সিভিল হাসপাতালের অধীক্ষক ডা. লিপি দে জানান যে যেহেতু যক্ষ্মা সহজে সংক্রমিত হয়, তাই এই রোগে সংক্রমণ প্রতিরোধের সব ব্যবস্থা রোগী সহ আত্মীয়-স্বজনদের মেনে চলা একান্ত আবশ্যক।যার ফলে এই রোগ থেকে অনেকাংশে রক্ষা পাওয়া সম্ভব।

এতে এএসটিসির অধ্যক্ষ মিশন রঞ্জন দাস জনগণের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে স্বাস্থ্য বিভাগ সহ স্বেচ্ছাসেবী সংগঠন, নাগরিক ও উপস্থিত সকলের প্রতি আহবান রাখেন। এদিনের সভায় যক্ষা রোগ নির্মূলে স্বেচ্ছাসেবা প্রদানকারী বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে অংশগ্রহণ করা নিক্শয় মিত্রদের উত্তরীয় ও শংসাপত্র দিয়ে সংবর্ধনা জানানো হয়। এতে জেলা টিবি অফিসার ডা. বিমল কুমার সরকার নিক্শয় মিত্রদের যক্ষা রোগীদের জন্য পুষ্টিকর আহার প্রদানের বিষয়টি সুনিশ্চিত করতে আবেদন রাখেন ।

Show More

Related Articles

Back to top button