Barak Valley
হাইলাকান্দির পাঁচটি স্থানে মহরমের অনুষ্ঠান

জনসংযোগ, হাইলাকান্দি, ১৭ জুলাই : হাইলাকান্দি জেলার ঐতিহ্যবাহী মহরম এর বিভিন্ন অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সোমবার হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে হাইলাকান্দিতে এক সভা অনুষ্ঠিত হয়। জেলাশাসক নিসর্গ হিভারে’র পৌরোহিত্যে সভায় মহরমের অনুষ্ঠান জেলার পাঁচটি স্থানে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানগুলি হল হাইলাকান্দি শহরের ডিএসএ মাঠ, লালা, ঘাড়মুরা, কারিছড়া এবং ধলছড়া। সভায় উপস্থিত মহরম কমিটিগুলির কর্মকর্তারা শান্তিপূর্ণভাবে মহরমের ঐতিহ্যবাহী অনুষ্ঠানগুলি পালনের প্রতিশ্রুতি দেন প্রশাসনকে।