হাইলাকান্দি ও লালা শহরের ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে জীবিকা মিশনের সুযোগ নেবার আহ্বান

জনসংযোগ, হাইলাকান্দি, ৩০ এপ্রিল : আসাম স্টেট আরবান লাইভলিহূড মিশন সোসাইটির হাইলাকান্দি ও লালা শহর শাখা থেকে ওই দুই শহরের ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে তাদের ব্যবসায় স্বনির্ভরতার জন্য প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের সুযোগ নিতে আবেদন জানানো হয়েছে।
হাইলাকান্দি জেলার নগর উন্নয়নের দায়িত্বপ্রাপ্ত এডিসি জ্যোতির্ময় দৈমারি জানিয়েছেন যে, হাইলাকান্দি ও লালা শহরের ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে এই প্রকল্পের বিশদ বিবরণের জন্য হাইলাকান্দি ও লালা পুরসভার দপ্তরে থাকা নগর জীবিকা মিশনের সিটি মিশন ম্যানেজমেন্ট ইউনিটে যোগাযোগ করা যাবে।
উল্লেখ্য নগর জীবিকা মিশন থেকে “স্বনিধি-সে-সমৃদ্ধি” নাম নাম দিয়ে নগর এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ৮টি প্রকল্পকে একত্রিকরণ করে সুবিধা দেবার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে হাইলাকান্দি ও লালা শহরের স্ট্রিট ভেন্ডারদেরকে হাইলাকান্দি ও লালা পুরসভার দফতরের জীবিকা মিশনের সিটি ম্যানেজমেন্ট ইউনিটে যোগাযোগ করতে বলা হয়েছে।
যে আটটি প্রকল্প কে একত্রিকরণ করে সমৃদ্ধি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সেগুলি হল প্রধানমন্ত্রী জন ধন যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, রেজিস্ট্রেশন আন্ডার বি-ওসিডব্লিউ, প্রধানমন্ত্রী শ্রমযোগী মানদন যোজনা, প্রধানমন্ত্রী জাতীয় খাদ্য সুরক্ষা পোর্র টিবিলিটি বেনিফিট, ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড, জননী সুরক্ষা যোজনা, প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা ইত্যাদি৷