ফেসবুকে দেশ-বিরোধী পোস্ট, লালা পুলিশের হাতে আটক কলেজ পড়ুয়া

লালা : প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক ডামাডোলকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বিতর্কিত মন্তব্য করে গ্রেফতার হলেন লালার এক কলেজ পড়ুয়া যুবক৷ সামাজিক মাধ্যমে ভারত সরকারের বিরুদ্ধে বিষবাষ্প ছড়িয়ে নিজে আলকায়দা সংগঠনের সঙ্গে যুক্ত থাকার দাবি করে ওই যুবক৷
লালা থানার রংপুর ৫ম খণ্ড গ্রামের বদরুদ্দিন মাঝারভূঁইয়ার ছেলে রেজওয়ান উল্লা মাঝারভূঁইয়ার এক Facebook Post-কে কেন্দ্র করে লালায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ পুলিশ সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে action mood-এ নামে৷ জানা গেছে, বুধবার গভীর রাতে রেজওয়ান নিজের Facebook Account-এ ‘বাংলাদেশের পর এবার ভারতের পালা৷ বাংলাদেশের প্রভাব অসমেও দ্রুত শুরু হবে৷’ এমন স্পর্শকাতর post করে৷ তাই এই post-কে ঘিরে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ এই post পুলিশের নজরে আসতেই নড়েচড়ে বসে হাইলাকান্দি জেলা পুলিশ৷
জেলা পুলিশের কর্তারা বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে ঘটনার প্রেক্ষিতে অনুসন্ধানে নেমে বৃহস্পতিবার জেলা পুলিশ সুপারের তৎপরতায় ওই যুবককে তার বাড়ি থেকে তুলে লালা থানায় নিয়ে আসে৷ এখানে টানা জিজ্ঞাসাবাদের পর লালা পুলিশ নিজ থেকে মামলা গ্রহণ করে তাকে গ্রেফতার করেছে৷ তবে মামলা নম্বর অথবা কোন ধারায় মামলা নথিভুক্ত হয়েছে, তা পরিষ্কার নয়৷
লালা থানার ওসি জানান, এই কলেজ পড়ুয়া দেশদ্রোহী মন্তব্য করে নিজেকে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন৷ তার Facebook Profile-র সূত্র ধরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে৷ Mobile বাজেয়াপ্ত করে এই post track বাজেয়াপ্ত করা হয়৷ এর পরই তাকে পুলিশ গ্রেফতার করেছে৷ আগামীকাল তাকে আদালতে তোলা হবে বলে জানান লালা ওসি৷