NationalBusiness

হু হু করে বাড়ছে দাম! চাল রপ্তানি বন্ধ করল কেন্দ্র

সংবাদ সংস্থা, নতুন দিল্লি : চাল (Rice) রপ্তানি নিষিদ্ধ করল বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারী দেশ ভারত। আবহাওয়ার খামখেয়ালিপনায় স্থানীয় বাজারে লাফিয়ে বেড়েছে দাম। আর তাই পরিস্থিতি সামাল দিতে নন-বাসমতী সাদা চাল (Non-basmati white rice) রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নিল মোদি সরকার।

দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতেই এই পদক্ষেপ, জানাচ্ছে প্রশাসন।

কেন্দ্র যে এমন কোনও সিদ্ধান্ত নিতে চলেছে, সেই ইঙ্গিত আগেই মিলেছিল। খাদ্যপণ্যের মূল‌্যবৃদ্ধির ধাক্কায় সবজি থেকে মাছ, মাংস. ছুঁলেই ছ্যাঁকা লাগছে। এই অবস্থায় মধ্যবিত্তের ডাল-ভাতকে সুরক্ষিত রাখতেই এমন সিদ্ধান্ত কেন্দ্রের। প্রসঙ্গত, এর ফলে ৮০ শতাংশ চাল রপ্তানিই আটকে গেল।

উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে সিংহভাগ (৯০ শতাংশ) চাল রপ্তানি করে থাকে ভারত-সহ এশিয়ার দেশগুলি। ফলে ভারতের এই সিদ্ধান্তে দেশে চালের দাম কমলেও আন্তর্জাতিক বাজারে চালের দাম অনেকটাই বেড়ে যাবে। বিশ্ব বাজারে একাই ৪০ শতাংশ চাল রপ্তানি করে থাকে ভারত। কমবেশি ১০০টি দেশ ভারতের এই খাদ্যশস্য কেনে। এর মধ্যে সবচেয়ে বড় ক্রেতা চিন, বেনিন, সেনেগাল, টোগো ইত্যাদি দেশগুলি।

Show More

Related Articles

Back to top button