Barak Valley

১৯, ২০ জুন করিমগঞ্জের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা

করিমগঞ্জ : ভয়াবহ বন্যা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের জেলাশাসক মৃদুলকুমার যাদব (আইএএস) জেলার সব সরকারি এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৯ এবং ২০ জুন ছুটি ঘোষণা করেছেন।

আজ মঙ্গলবার (১৮ জুন, ২০২৪) কেডিভি (জি). ৬৪/ই/ইডিএন/২০২৩/৫৭৭ নম্বরের এক আদেশ জারি করে জেলাশাসক বলেছেন, লঙ্গাই ও কুশিয়ারা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার প্রবণতা থাকায় এবং বৃষ্টির জলে জেলার অধিকাংশ বিদ্যালয় জলমগ্ন হওয়ায় ছাত্রছাত্রীদের সুরক্ষার প্রতি লক্ষ্য রেথে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামীকাল ১৯ জুন (বুধবার) এবং ২০ জুন (বৃহস্পতিবার) করিমগঞ্জ জেলার সব সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

তবে পূর্বনির্ধারিত সুচি অনুযায়ী কোনও পরীক্ষা যদি অনুষ্ঠিত হওয়ার কথা থাকে, তবে তা যথারীতি অনুষ্ঠিত হবে। ২০০৫ সালের দুর্যোগ ব্যবস্থাপনা আইনের ৩০(২)(ভি) ধারা বলে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান জেলাশাসক মৃদুলকুমার যাদব।

Show More

Related Articles

Back to top button