Barak Valley

২৫ নং ওয়ার্ডে নানা কর্মসূচি, সংবর্ধনা

করিমগঞ্জ : ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে করিমগঞ্জের ২৫ নং ওয়ার্ডে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ সকালে পতাকা উত্তোলন করা হয়৷ পতাকা উত্তোলন করেন ওয়ার্ডের প্রবীণ নাগরিক তথা বিশিষ্ট ব্যবসায়ী দয়াময় নাথ৷ দেশাত্মবোধক গান পরিবেশন করেন ওয়ার্ডের বিভিন্ন শিল্পী৷

ওইদিন সকালে স্থানীয় বিবেকানন্দ এলপি স্কুলে ওয়ার্ডভিত্তিক বসে আঁকো প্রতিযোগিতা এবং সন্ধ্যায় বিভিন্ন দেশাত্মবোধক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে দেশাত্মবোধক নাচ, গান পরিবেশন করেন ওয়ার্ডের বিভিন্ন শিল্পীরা৷ এতে ওয়ার্ডের বিভিন্ন ছাত্র-ছাত্রী যারা উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করেছে, তাদের সংবর্ধনা জানানো হয়৷ অনুষ্ঠানে ওয়ার্ডের ২ স্বাধীনতা সংগ্রামীর পরিবার যথাক্রমে প্রয়াত বৃন্দাবন বণিকের পুত্র বিশ্বনাথ মল্লিক ও প্রয়াত অশ্বিনী মিশ্রের পুত্র অরূপ মিশ্রকে সংবর্ধনা জানানো হয়৷

প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন অনুষ্ঠানের সভাপতি ওয়ার্ডের বিশিষ্ট নাগরিক প্রদীপ ধর৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস ও আমন্ত্রিত অতিথি ছিলেন পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব৷ শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়৷ উপস্থিত ছিলেন ২ বুথের সভাপতি ও সভানেত্রী যথাক্রমে নিশীথেন্দু দাস ও রীনা সূত্রধর৷ অঙ্কন প্রতিযোগিতার আমন্ত্রিত বিচারক ছিলেন দুলাল দেব ও স্বপন পাল৷ কমিটির পক্ষে তাদেরও সংবর্ধনা জানানো হয়৷

Show More

Related Articles

Back to top button