Barak Valley
করিমগঞ্জের বদরপুরে গাঁজা সহ গ্রেফতার এক

বদরপুর, ২২ এপ্রিল : নিজের ঘরে গাঁজা মজুত রেখে লালঘরে যেতে হয়েছে এক প্রৌঢ়কে। ঘটনা দক্ষিণ অসমের সীমান্ত জেলা করিমগঞ্জের রেলশহর বদরপুরের। বৃহত্ পরিমাণের গাঁজা নিজের বসতবাড়িতে মজুত রাখার কারণে বদরপুর পুলিশ গ্রেফতার করেছে বদরপুর রিটায়ার্ডমেন্ট কলোনির বাসিন্দা জনৈক কানাই দাসকে।
জানা গেছে, আজ শনিবার দুপুরের দিকে বদরপুর পুলিশের এক অভিযানে তার ঘর থেকে উদ্ধার হয়েছে ১৪ প্যাকেটে প্রায় ৮ কেজি গাঁজা। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য তিন লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছে পুলিশ।