Barak Valley

২৯ সেপ্টেম্বর সাহিত্য আড্ডার বৈঠক গ্রন্থ উন্মোচন

করিমগঞ্জ : আগামী ২৯ সেপ্টেম্বর সাহিত্য আড্ডার এক অনুষ্ঠানে ত্রিপুরা, বরাক-ব্রহ্মপুত্র উপত্যকার বিশিষ্ট কবি লেখক ও সাহিত্যানুরাগীদের উপস্থিতিতে ‘তৃতীয় ভুবনের সাহিত্য’ পূজা সংখ্যা, সমীরণ চক্রবর্তীর ছোট গল্প সংকলন এবং নারায়ণ মোদকের গ্রন্থ প্রকাশিত হবে৷ এতে উপত্যকার সব কবি-লেখক-সাহিত্যিকেদের উপস্থিত থেকে কবিতা পাঠে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে৷

রবিবারের সাহিত্য আড্ডার বৈঠকে সর্বসম্মতিক্রমে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী – ওইদিন সকাল ১০:৩০টায় নীলমণি রোডে নারায়ণ মোদকের নিজ বাসভবনে বসবে আড্ডার আসর৷ উপস্থিত ছিলেন ড. গীতা সাহা, শিখা দাশগুপ্ত, সমীরণ চক্রবর্তী, সুদীপ ভট্টাচার্য, বন্দনা সেনগুপ্ত, ছন্দা দাম, চান্দ্রেয়ি দেব, সুমি দাস, অনিন্দিতা চক্রবর্তী, নির্মাল্য দাস, গৌতম চক্রবর্তী ও নারায়ণ মোদক৷ পরে সুদীপ ভট্টাচার্যের বৈঠকের মাধ্যমে এদিনের বৈঠকের সমাপ্তি হয়৷

Show More

Related Articles

Back to top button