Assam
৪ লক্ষ টাকা ঘুষ নিয়ে গ্রেফতার বন আধিকারিক

যোরহাট : জনৈক ব্যবসায়ীর কাছ থেকে ঘুসের টাকা নিচ্ছিলেন। শেষ রক্ষা হয়নি, দুর্নীতি দমন (অ্যান্টি করাপশন) বিভাগের আধিকারিকদের অভিযানে হাতেনাতে ধরা পড়েছেন যোরহাটের রেঞ্জ ফরেস্ট অফিসার ইকবাল আহমেদ। জনৈক ব্যবসায়ীর কাছে থেকে ১ লক্ষ টাকা নেওয়ার সময় রেঞ্জার ইকবালকে দুর্নীতি দমন (অ্যান্টি করাপশন) বিভাগের আধিকারিকরা হাতেনাতে পাকড়াও করেছেন। ধৃত ইকবাল আহমেদকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। একইসঙ্গে তাঁর সরকারি বাসগৃহেও তালাশি চালিয়েছেন তাঁরা।