Barak Valley

হাইলাকান্দিতে মুখ্যমন্ত্রীর লোক সেবক আরোগ্য যোজনার ট্রেনিং

জনসংযোগ, হাইলাকান্দি, ১ আগস্ট : হাইলাকান্দি জেলার সরকারি কর্মচারীদেরকে মুখ্যমন্ত্রী লোক সেবক আরোগ্য যোজনা নামক বীমা কর্মসূচির আওতায় আনতে বৃহস্পতিবার হাইলাকান্দি জেলা প্রশাসনের সভাকক্ষে জেলার ড্রয়িং এন্ড ডিসবারসিং অফিসারদের এক সভা অনুষ্ঠিত হয়। এতে জানানো হয় যে গত বছরের অক্টোবর মাস থেকে এই বীমা কর্মসূচি চালু হলেও এখনো অনেক কর্মচারী এতে রেজিস্ট্রেশন করেননি। কিন্তু রেজিস্ট্রেশন না করলেও সব আধিকারিক ও কর্মচারীর বেতন থেকে নির্দিষ্ট প্রিমিয়াম এর অর্থ কাটা হচ্ছে। তবে অর্থ কাটা হলেও যাদের রেজিস্ট্রেশন হয়নি তারা চিকিৎসাববৎ কোন অর্থ ফিরে পাওয়ার জন্য ক্লেইম বা দাবি করতে পারবেন না। তাই যাদের রেজিস্ট্রেশন এখনো হয়নি তাদেরকে অবিলম্বে রেজিস্ট্রেশন করার আবেদন জানানো হয়। ডিডিসি এল্ডাড ফাইরিম এর পৌরোহিত্যে সভায় এডিসি লাইরহলু খেনতে সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন। সভায় আরো জানানো হয় যে, রাজ্য সরকারের কন্ট্রাকচুয়াল এমপ্লয়িরা এই বিমার যোগ্য নন। রেগুলার স্টেট এমপ্লয়ী এবং রাজ্য সরকারের পেনশন প্রাপকরা এই বিমার আওতায় আসবেন।

উল্লেখ্য এই বিমার জন্য রাজ্য সরকারের আধিকারিক ও কর্মচারীদের কাছ থেকে চতুর্থ শ্রেণীর কর্মচারীর জন্য ১২৫ টাকা তৃতীয় শ্রেণীর জন্য ২২৫ টাকা দ্বিতীয় শ্রেণীর জন্য ৩২৫ টাকা এবং প্রথম শ্রেণীর আধিকারিকদের জন্য ৫০০ টাকা করে অর্থ মাসিক বেতন থেকে কাটা হচ্ছে। এই বিমার আওতায় আসলে কর্মচারী এবং আধিকারিকদের পরিবারের সবার চিকিৎসার জন্য ব্যয় হওয়া অর্থের রিইমবারসমেন্টের ব্যবস্থা রয়েছে।

Show More

Related Articles

Back to top button