Barak Valley

জন্মাষ্টমী পালনের প্রস্তুতি ভিএইচপি’র

করিমগঞ্জ : সোমবার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী এবং বিশ্ব হিন্দু পরিষদের ৬০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে করিমগঞ্জের শ্রীশ্রী মদনমোহন জিউর মন্দিরে বিকাল ৫টা থেকে কৃষ্ণ সাজো, কৃষ্ণ আরতি, ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে৷ মঙ্গলবার বিকাল ৫টায় স্থাপনা দিবসের অন্যান্য অনুষ্ঠান হবে শ্রীশ্রী সংকটমোচন আশ্রমে৷ কেশব পথ, কর্মকুঞ্জ নগর, শ্রীভূমি জেলা৷ রাত ৭টায় পূজা, ভজন কীর্তন এবং রাত ১২টায় শ্রীকৃষ্ণের অভিষেক স্থান গৌড়ীয় মঠ, চরবাজারে অনুষ্ঠিত হবে৷ বুধবার সকাল ৯টায় নন্দোৎসব ও দুপুর ১টায় মহাপ্রসাদ বিতরণ হবে গৌড়ীয় মঠে৷

Show More

Related Articles

Back to top button