ভাঙ্গা থেকে চুরি যাওয়া বাইক উদ্ধার পুলিশের, আটক চোর

বদরপুর : ট্রায়াল দেওয়ার কথা বলে ভাঙ্গার মির্জাপুর থেকে অভিনব কায়দায় চুরি করে নিয়ে যাওয়া বাইকটি উদ্ধার করল পুলিশ৷ সঙ্গে এই বাইক চোর আব্দুল মালিক চৌদুরীকেও আটক করতে সক্ষম হয়েছে পুলিশ৷
শনিবার ভাঙ্গার মির্জাপুর গ্রামের রমাকান্ত দেবের বাইক কেনার জন্য এই অপরিচিত লোকটি তাঁদের বাড়িতে আসে৷ বাইকটি দেখে পছন্দ হয়েছে, সবকিছু ঠিকঠাক আছে কি না দেখার জন্য ট্রায়াল দেবে বলে জানিয়ে বাইকটি নিয়ে রাস্তায় বের হয়৷ এরপর সে আর বাইক নিয়ে ফেরেনি৷ অনেকক্ষণ পর মালিক পক্ষ পুলিশ এবং BSF কে বিষয়টি জানান৷ পুলিশ তদন্তে নামে৷ সহযোগিতার হাত বাড়ান পরিবারের লোকেরা৷ তদন্তে সোমবার সকালে বাইক চোর আব্দুল মালিক চৌধুরীকে হাইলাকান্দির কুচিলা গ্রান্টের বাড়ি থেকে আটক করে পুলিশ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে কাটলিছড়ার হরিনগর থেকে বাইকটিও উদ্ধার করে পুলিশ৷
ভাঙ্গা PICP-র incharge দিবাকর গগৈ জানান, আব্দুল মালিক বাইকটি চুরি করে নিয়ে হরিশনগরে তার এক আত্মীয়ের বাড়িতে রেখেছিল৷ সেখান থেকে তারা বাইকটি কাটলিছড়া থানায় নিয়ে রাখেন৷ আজ কাকভোরে তারা তদন্তে নেমেছিলেন৷