Barak Valley

আজ হাইলাকান্দিতে ডনার মন্ত্রকের যুগ্ম সচিব

জনসংযোগ, হাইলাকান্দি, ৩১ আগস্ট : উচ্চাকাঙ্ক্ষী জেলা হিসেবে হাইলাকান্দি জেলায় উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প গুলির রুপায়ন খতিয়ে দেখতে কেন্দ্রীয় ডোনার মন্ত্রকের যুগ্ম সচিব অংশুমান দে রবিবার হাইলাকান্দি আসছেন। তিনি সোমবার সকাল দশটায় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে হাইলাকান্দিতে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পগুলির কাজ খতিয়ে দেখবেন। এরপর মঙ্গলবার তিনি ফিল্ড ভিজিট করবেন। বুধবারও তিনি ফিল্ড ভিজিট করে আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। বৃহস্পতিবার তিনি চলে যাবেন। উল্লেখ্য ডোনার মন্ত্রকের যুগ্ম সচিব অংশুমান দে উত্তর-পূর্ব পর্ষদের সচিব হিসেবেও কাজ করছেন।

Show More

Related Articles

Back to top button