Barak Valley

জনসংযোগ কর্মী প্রদীপ রায় প্রয়াত

হাইলাকান্দি : রাজ্য সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগের হাইলাকান্দি ডিআইপিআরও অফিসের বড়বাবু প্রদীপ রায় আর নেই । বৃহস্পতিবার তিনি না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন । মৃত্যু কালে বয়স‌ হয়েছিল ৪৯ বছর । ১৯৯৮ সালে তিনি বিভাগে কর্মচারী হিসেবে যোগদান করে শিলচর এবং লক্ষ্মীপুর বিভাগীয় কার্যালয়েও কাজ করেছেন ।

প্রয়াত প্রদীপ রায় দীর্ঘদিন থেকে মধুমেহ এবং লিভারজনিত রোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি শিলচরে দুটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার পর গুয়াহাটিতে একটি বেসরকারি নার্সিংহোমে প্রদীপ রায়কে স্থানান্তরিত করা হয়। কিন্তু বৃহস্পতিবার সকালে গুয়াহাটির নার্সিংহোম থেকে তাকে রিলিজ করা হয়। শিলচর নিয়ে আসার সময় রাস্তায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। প্রদীপ রায়ের মৃত্যুতে বৃহস্পতিবার বিকেলে হাইলাকান্দির জেলা তথ্য জনসংযোগ কার্যালয় এক শোকসভা অনুষ্ঠিত হয়। এতে এক মিনিট দাঁড়িয়ে বিদেহি আত্মার শান্তি কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার প্রতি সমবেদনা জানানো হয়।

Show More

Related Articles

Back to top button