লরি বোঝাই বার্মিজ সুপারি বাজেয়াপ্ত কাঁঠালতলিতে, গ্রেফতার চালক

কাঁঠালতলি : সিন্ডিকেটের হাত ধরে বৃহত্তর পাথারকান্দি সহ আশপাশ এলাকায় অব্যাহত রয়েছে নিষিদ্ধ বার্মিজ সুপারির অবৈধ বাণিজ্য। মাঝে কিছুদিন বিরতির পর ফের পুলিশের হাতে উদ্ধার হয়েছে বার্মিজ সুপারি।
অন্যত্র পাচারের মুখে একটি মিনিট্রাক থেকে কাঁঠালতলি পুলিশ বাজেয়াপ্ত করেছে বেশ কয়েক বস্তায় প্রায় ছয় কুইন্টাল সন্দেহজনক বার্মিজ সুপারি। বাৰ্মিজ সুপারি পাচারের অভিযোগে মিনিট্রাকের চালক সুজিৎ কৈরিকে পুলিশ আটক করেছে। বাজেয়াপ্তকৃত বাৰ্মিজ সুপারিগুলির কালোবাজারী মূল্য কমপক্ষে দু লক্ষ টাকা হবে বলে ধারণা করছেন পুলিশের তদন্তকারী অফিসার।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে মানুষ যখন বিশ্বকর্মা পুজো নিয়ে ব্যস্ত, ঠিক তখন বাজারিছড়া থানাধীন কাঁঠালতলি ওয়াচপোস্টর পুলিশ সার্জুল-কুর্তি-বড়বাড়ি এলাকায় ওয়াটার সাপ্লাইয়ের সংলগ্ন এলাকায় টিআর ০৫ এফ ১৫৮৬ নম্বরের একটি মিনিট্রাকের গতিরোধ করে তা থেকে উদ্ধার করে প্রায় ছয় কুইন্টাল বার্মিজ সুপারি।
প্রায় ছয় কুইন্টাল বার্মিজ সুপারি সহ চালক সুজিৎ কৈরিকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশের আধিকারিকরা।
সুজিতের প্রদত্ত বয়ানের ওপর ভিত্তি করে ওইদিন রাতে জনৈক বদরুল, বাহার সহ চাঁদখিরা, আসিমগঞ্জ এবং চেরাগি এলাকায় অভিযানে নেমে বেশ কয়টি বার্মিজ সুপারির ঘাঁটির সন্ধান পেয়ছে পুলিশ। ওই সব সুপারি প্রতিবেশী রাজ্য মিজোরামের কানমুন হয়ে লঙ্গাই নদী, ত্রিপুরার দশরথ সেতু পেরিয়ে উত্তর ত্রিপুরার দামছড়া হয়ে আগরতলা ও চুড়াইবাড়ি হয়ে পাথারকান্দি সহ বরাক উপত্যকায় নিয়ে আসা হয় বলে অভিযোগ রয়েছে।