Barak Valley

জাতীয় সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে অনির্দিষ্টকালীন ধর্না

বারইগ্রাম : অসম-ত্রিপুরা ৮ নং জাতীয় সড়কের বারইগ্রাম এলাকার অবস্থা শোচনীয়৷ সড়কের বড় বড় গর্তে পণ্যবাহী ও যাত্রীবাহী যান চলাচল দুষ্কর হয়ে উঠেছে৷ প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই চলেছে৷ জেলা প্রশাসন ও বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করেও কোনও লাভ হয়নি৷ শেষ পর্যন্ত স্থানীয়রা সড়কের পাশে ধর্নায় বসলেন আজ৷ সড়ক সংস্কার না হওয়া অবধি তারা ধর্না অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাবেন বলে হুঙ্কার দিয়েছেন৷

আজ সকালে শুরু হয় ধর্না৷ সাংবাদিক প্রানবল্লভ দাস চৌধুরীর নেতৃত্বে শিক্ষক তথা সমাজকর্মী সুমন্ত দে, সুকুমার দাস, বদরুল হক, ইলাশপুর জিপির সভানেত্রীর প্রতিনিধি আমিরুল হুসেন সহ আরও অনেকেই৷ বারইগ্রাম এলাকার জাতীয় সড়কের মাস তিনেক পূর্বের মেরামতিতে চূড়ান্ত দূর্নীতি তুলে ধরা হয় এদিন৷ ওই এলাকায় কয়েকটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে৷ ধর্না চলাকালীন উপস্থিত হন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও রাজ্যসভার সাংসদ মিশনরঞ্জন দাস৷ উভয় নেতাই দুর্গাপূজার আগে সড়ক মেরামত করার জন্য বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে শীঘ্রই সড়ক সংস্কার হবে বলে আন্দোলনকারীদের আশ্বাস দেন৷ তাদের আশ্বাসে আন্দোলন সাময়িক স্থগিত রাখা হয়৷ অন্যদিকে, দুর্নীতিগ্রস্ত ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানান ভুক্তভোগী জনগণ৷

Show More

Related Articles

Back to top button