Updates

পিএসি-র সভায় কৃষি ও সেচের আরও কোঅর্ডিনেশন বাড়ানোর ওপর জোর

জনসংযোগ, হাইলাকান্দি, ২৪ সেপ্টেম্বর : চেয়ারম্যান বিধায়ক নূরুল হুদা-র নেতৃত্বে ছয় সদস্যের আসাম বিধানসভার পাবলিক একাউন্টস কমিটি মঙ্গলবার হাইলাকান্দিতে অনুষ্ঠিত এক সভায় জেলায় সরকারি বিভাগগুলির রুপায়ন করা প্রকল্পগুলি খতিয়ে দেখেন। কমিটির শিক্ষা বিভাগকে বেসরকারি পরিচালনাধীন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা যাতে সরকারি স্কুল মুখী হতে পারেন সেজন্য সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান গুলিতে কোয়ালিটি এডুকেশন সুনিশ্চিত করতে বলেন। কৃষি উৎপাদন বাড়াতে কৃষি বিভাগ এবং জলসেচ বিভাগের মধ্যে সমন্বয় সাধন আরও বাড়ানোর উপর জোর দেন কমিটির সদস্যরা। গ্রামীণ জনপদে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে জেলা পরিষদ এবং পিএইচই বিভাগ একযোগে পানীয় জল ইউজার কমিটিগুলির মধ্যে সচেতনতা বাড়ানোর কাজ করতে নির্দেশ দেন। অসামরিক সরবরাহ বিভাগকে গণ বন্টনের আটা গ্রাহকদের কাছে যথাযথভাবে তুলে দিতে পদক্ষেপ নেবার নির্দেশ দেন কমিটি। স্বাস্থ্য বিভাগকে তাদের সর্বাত্মক পরিষেবা দিতে অভাব থাকা পরিকাঠামোর বিবরণ কমিটির কাছে জমা দিতে বলা হয়, যাতে করে কমিটি তা সুপারিশ করে সরকারের কাছে পাঠাতে পারেন। অনুরূপভাবে পূর্ত ভবন বিভাগকে তাদের আটকে থাকা বিভিন্ন বড় বড় সরকারি ভবনের বিবরন কমিটির কাছে জমা দিতে বলা হয়। এতে জেলা পরিষদের সিইও রণজিৎ কুমার লস্কর জানান জেলায় বাস্তবায়ন করা ৬২ টি অমৃত সরোবরের জন্য ৯০.৬০ শতাংশ অর্থ রিলিজ করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় ৪৬ হাজার ৪৪৬ টি গৃহ নির্মাণের লক্ষ্যমাত্রা নিয়ে এখন পর্যন্ত ৪০ হাজার ৪ ১১ টি আবাস যোজনা ঘর নির্মাণ করা সম্ভব হয়েছে যা লক্ষ্যমাত্রার ৮৭ শতাংশ বলে তিনি উল্লেখ করেন। প্রসঙ্গত কমিটি থেকে আবাস যোজনার ঘর নির্মাণে সুবিধাভোগীদের অর্থ বাকি থাকলে তা দ্রুত রিলিজ করতে বলা হয়। বৈঠকে জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে জেলায় বাস্তবায়ন করা বিভিন্ন প্রকল্পের বর্তমান স্ট্যাটাস তুলে ধরেন।এর আগে কমিটি চিপরসাঙ্গন, নারাইনপুর, উত্তর নারাইনপুর, রাইফেল মারা, ঘুটঘুটি ইত্যাদি এলাকায় জলসম্পদ, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন এবং পূর্ত সড়ক বিভাগের দ্বারা বাস্তবায়ন করা প্রকল্প গুলি পরিদর্শন করেন। কমিটির অন্যান্য বিধায়ক সদস্যরা হলেন উৎপল বরা, ভবেন্দ্র নাথ ভরালি, কৌশিক রাই, হাফিজ বসির আহমদ এবং বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়া৷

Show More

Related Articles

Back to top button