Barak Valley
করিমগঞ্জে কুসুমাঞ্জলি ক্লাবের কালীপুজোর খুঁটি পূজা সম্পন্ন

করিমগঞ্জ : দুর্গাপুজো শেষ, এখন ব্যস্ততা কালীপুজো নিয়ে৷ হাতেগোনা আর মাত্র কয়েকদিন বাকি৷ করিমগঞ্জ শহরে প্রতিবছর কালীপূজায় নানা চমক থাকবে৷ শুক্রবার কুসুমাঞ্জলি ক্লাবের খুঁটি বসানোর পুজো সম্পন্ন হয়েছে৷ ৩০ অক্টোবর কুসুমাঞ্জলি ক্লাবের উদ্বোধন হবে, থাকবে নানা কার্যসূচি৷ আজ করিমগঞ্জের দাস ট্রেডিং রোডস্থ কুসুমাঞ্জলি ক্লাবের খুঁটি পুজো সম্পন্ন হয়৷ এ বছর কুসুমাঞ্জলি ক্লাব ২৬তম বর্ষে পদার্পণ করছে৷ ৩০ অক্টোবর করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের মহারাজের হাত ধরে পুজো মণ্ডপ উদ্বোধন হবে৷ ৩১ অক্টোবর সবাইকে মহাপ্রসাদ গ্রহণের জন্য আহ্বান জানান ক্লাবের সভাপতি শুভঙ্কর দেবরায়৷ ৮ লক্ষ টাকার বাজেটে নির্মাণ করা হবে কাল্পনিক প্যান্ডেল৷ ২ নভেম্বর দুপুরে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে৷ উপস্থিত ছিলেন শুভঙ্কর দাস, শুভপ্রিয় দাস সহ অন্যরা৷