ব্যস্ত জীবনে সরস্বতী বিদ্যানিকেতনে এলে শান্তি মিলে : সাংসদ মিশন দাস

করিমগঞ্জ : ব্যস্ত জীবনে সরস্বতী বিদ্যানিকেতনে এলে শান্তি মিলে৷ বললেন সাংসদ মিশন দাস৷ সরস্বতী বিদ্যানিকেতন পরিচালন সমিতি আয়োজিত ‘বিজয়া সম্মেলন’-এ মুখ্য অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন রাজ্যসভার সাংসদ৷ তাঁর কথায় মোবাইলের নেশা হচ্ছে মারাত্মক৷ কিন্তু এর বাইরে এসে সরস্বতী বিদ্যানিকেতন পরিচালন সমিতির আয়োজিত বিজয়া সম্মেলনে এসে কার্যত ধৈর্যের ক্লাস হয়েছে৷ ব্যস্ত জীবনের বাইরে এসে রিলাক্স মিলছে৷ এদিন বিজয়া দশমীর তাৎপর্য ব্যখ্যা করেন তিনি৷ বিদ্যানিকেতনের পরিচালন ব্যবস্থার প্রশংসা করেছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ৷
এদিন স্বাগত বক্তব্য রাখেন পরিচালন সমিতির সাধারণ সম্পাদক সুবীর বরণ রায়৷ এছাড়াও বিজয়া সম্মেলনকে ঘিরে বক্তব্য রাখেন প্রধান আচার্য অঞ্জন গোস্বামী, বিদ্যাভারতীর সংগঠন মন্ত্রী মহেশ ভাগবত, অধ্যাফক বিবেন্দু দাস৷ এদিন মঞ্চে অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করা হয়৷ পরিচালন সমিতির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় মিশন রঞ্জন দাসকে৷ অঞ্জন গোস্বামী জানান, ‘পরিচালন সমিতি আগেই সিদ্ধান্ত নেয় সংবর্ধনা দেওয়ার জন্য৷ কারণ সরস্বতী বিদ্যানিকেতনের জন্য অনেক অবদান মিশনদার৷’ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিদ্যানিকেতনের ছাত্র-ছাত্রীরা৷