Barak Valley

কুশিয়ারা নদীতে উদ্ধার হওয়া মৃতদেহ শনাক্ত করার আহ্বান

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জ শহরের দশমী ঘাটের পাশে কুশিয়ারা নদীতে গত ১৯ অক্টোবর ৩০-৩৫ বছর বয়সি এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে করিমগঞ্জ সদর থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন৷ ওইদিন মৃতদেহটি করিমগঞ্জ সিভিলে পোস্ট মর্টেম করার পর হাসপাতাল মর্গে শনাক্তকরণের জন্য ৭২ ঘন্টা রাখা হয়েছে৷ এতে মৃতদেহ শনাক্ত করতে এবং আত্মীয়-স্বজন কেউ থাকলে দেহ সমঝে নিতে আহ্বান জানানো হয়েছে৷ ৭২ ঘন্টার পর দেহ সমঝে না নিলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে পৌরসভার সহযোগিতায় শেষকৃত্য সম্পন্ন হবে বলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এক আদেশে জানিয়েছেন৷

Show More

Related Articles

Back to top button