করিমগঞ্জ পুলিশের জালে ভুয়ো আই পি এস অফিসার
করিমগঞ্জ : করিমগঞ্জ পুলিশের জালে গ্রেফতার ভুয়ো আই পি এস অফিসার।ব্ল্যাকমেইল করে অর্থ আত্মসাৎ করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয় শাহজাহান লস্কর উরফে জাবির হুসেন নামের ভুয়ো আইপিএস অফিসার।
জানা গেছে,বিগত কয়েক দিন আগে করিমগঞ্জ জেলার কালীগঞ্জ এলাকার এক শিক্ষক আতিক আহমেদের সঙ্গে সামাজিক যোগাযোগের মাধ্যমে বন্ধুত্ব হয়েছিল ভুয়ো আইপিএস অফিসার শাহজাহান লস্কর উরফে জাবির হুসেনের।পরবর্তীকালে জাবিরের সঙ্গে সম্পর্ক আরো গভীর হলে শিক্ষকের বাড়িতে প্রায়ই আসা যাওয়া করতো সে।এর কিছুদিন পর শিক্ষকের বাড়িতে নিয়ে আসে সুনীতা পাল নামের এক মহিলাকে।এভাবে কিছুদিন আসা যাওয়ার পর হঠাৎ করে প্রবনঞ্চক জাবির ফোন যোগে শিক্ষককে বলে যে সুনীতা পাল নামের মহিলা আত্মহত্যা করেছে এবং সুইসাইড নোটে নাম রয়েছে শিক্ষক আতিক আহমেদের।
এনিয়ে ভুয়ো পুলিশ আধিকারিক শিক্ষক আতিক আহমেদের সঙ্গে দেখা করে বলেন যে ক্রাইম ব্ৰাঞ্চে মামলা হয়েছে এবং যেকোনো সময় গ্রেফতার হতে পারেন সেই শিক্ষক।এর থেকে রেহাই পেতে হলে ৫ লক্ষ টাকা দিতে হবে,অন্যথায় জেলে যাওয়া নিশ্চিত।নিরুপায় হয়ে শিক্ষক আতিক সেই ভুয়ো পুলিশ আধিকারিকের হাতে কালীগঞ্জের কোনো এক জায়গায় ৫ লক্ষ টাকা তুলে দেন।
অন্যদিকে কয়েক দিন পর শিক্ষক আতিকের সন্দেহ হয় যে জাবির হুসেনের নামের এই পুলিশ আধিকারিক ভুয়ো,তাই তিনি সঙ্গে সঙ্গে করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের সঙ্গে দেখা করে করিমগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।মামলা দায়েরের পর সদর পুলিশ তদন্তে নেমে সোমবার রাতে বদরপুর এলাকা থেকে সেই ভুয়ো পুলিশ অফিসার কে আটক করে পুলিশ৷
সূত্রের খবর,আটক হওয়া এই ভুয়ো পুলিশ আধিকারিক তথা জাবির হুসেনের বাড়ি কাটিগড়া জগদীশপুর পার্ট-৪ গ্রামে বলে জানা গেছে। আজ সদর থানার পুলিশ সেই ভুয়ো উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে আদালতে পেশ করে।