Barak Valley

কয়েক ঘন্টার বৃষ্টিতে জমাজলে দুর্ভোগ শ্রীভূমি শহরে

শ্রীভূমি, ১৪ সেপ্টেম্বর : বৃষ্টির জলে শ্রীভূমি শহরের একাংশ জলমগ্ন হয়ে পড়েছে। এই নাগরিক সমস্যা নিরসনের জন্য বার বার আর্জি জানিয়েও ফল হচ্ছে না। মাত্র একপশলা বৃষ্টিতেই সীমান্ত জেলা শহর শ্রীভূমির নাগরিকদের দুর্দশা বেড়ে যায়। নাগরিকদের নোংরা জলের উপর দিয়েই চলাচল করতে হয়। বিগত বছর কয়েক থেকে এভাবেই চলছে শহরের নাগরিক জীবন। কিন্তু তারপরও সমস্যার সমাধানে কোনও গুরুত্ব দেওয়া হচ্ছে না।

টানা কয়েক ঘণ্টা বৃষ্টি হলে ডুবে যায় ব্রজেন্দ্র রোড, রমণী রোড, রামকৃষ্ণ মিশন রোড, রেডক্রস রোড এমনকি জাতীয় সড়কের উপর দিয়েও জল বয়ে যায়। আর এতে যান চলাচলে সমস্যা দেখা দেয়। বৃষ্টিতে শ্রীভূমি শিব মন্দির, রেডক্রস, রামকৃষ্ণ মিশনের মন্দির ছাড়া প্রায় সবক’টি বাড়ি-ঘরেও জল ঢুকে পড়ে। বলতে গেলে, শহরের ৪০ শতাংশ বাড়ি-ঘর, ব্যবসায়ী প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান জলের নীচে চলে যায়।

নাগরিকরা বলেন, মাস্টার ড্রেনেজের কাজের গাফিলতি দেখিয়ে বিজেপি পুরসভা দখল করে। কিন্তু মাস্টার ড্রেনেজ সংস্কার করা হয়নি। ফলে সামান্য বৃষ্টি দিলে জমাজলে শহরের একাংশ ডুবে যায়। পুরসভা নালার উপর দখলকারীদের সরাতে উদ্যোগী হলেও বার বার ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। পুরসভার এমন উদাসীনতার জন্য যে কোনও সময় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের বহিপ্রকাশ ঘটতে পারে।

Show More

Related Articles

Back to top button