২২ অক্টোবর শ্রীভূমিতে ওয়াক ইন ইন্টারভিউ

জনসংযোগ, শ্রীভূমি, ১৭ অক্টোবর : শ্রীভূমি জেলার ডিস্ট্রিক্ট লেবেল এফআরএ সেল বা ফরেস্ট রাইটস অ্যাক্ট সেল সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কোঅর্ডিনেটর ও এমআইএস তথা এফআরএ অ্যাসোসিয়েট পদে প্রার্থী বাছাই করতে ২২ অক্টোবর শ্রীভূমি জেলা আযুক্ত কার্যালয় প্রাঙ্গণে এক ওয়াক-ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে।
প্রার্থীদের পুরোপুরি ঠিকাভিত্তিতে নিয়োগ করা হবে।
এতে ভারতীয় নাগরিক প্রার্থী যাদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাদেরকে সাক্ষাৎকারের জন্য ২২ অক্টোবর সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১১ টার মধ্যে প্রয়োজনীয় নথিপত্র সহ উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন করে বাছাই কমিটির সম্মুখে হাজির হতে হবে। সাড়ে ১১ টার পর কোনও রেজিস্ট্রেশন করা হবে না।
শ্রীভূমির ভারপ্রাপ্ত জেলা আযুক্ত জানিয়েছেন যে, কো-অর্ডিনেটর পদের জন্য প্রার্থীদের বয়স ৩৫ বছর এবং শিক্ষাগত যোগ্যতা সোস্যাল সায়েন্স বা সোস্যাল ওয়ার্কে মাস্টার ডিগ্রি, বেসিক আইটি ও কম্পিউটারে জ্ঞান অবশ্যই থাকতে হবে। পাশাপাশি, গ্রামোন্নয়ন ও উপজাতি কল্যাণের ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এই পদে মাসোহারা ৩৫ হাজার টাকা।
এদিকে, এমআইএস তথা এফআরএ অ্যাসোসিয়েট পদেও প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা স্ট্যাটিসটিকস বা মেথেমেটিক্স বা ইকোনমিকস বা সোস্যাল সায়েন্সে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে বিএসসি বা বিএ, ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে ন্যূনতম একটি ডিপ্লোমা।
এছাড়া ব্যাপক সংখ্যক ডাটা প্রসেসিং ও ম্যানেজমেন্টে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এই পদে মাসোহারা ২৫ হাজার টাকা। এই পদগুলিতে ১১ মাসের চুক্তিতে নিয়োগ দেওয়া হবে এবং পরবর্তীতে কর্তৃপক্ষের সন্তুষ্টিতে পুনরায় ১১ মাসের চুক্তিতে নিয়োগ দেওয়া হবে। এই ওয়াক-ইন ইন্টারভিউর জন্য কোন টিএ ডিএ দেওয়া হবে না। বিস্তারিত বিবরণ শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।