Barak Valley

গানে বাজনায় জুবিনকে স্মরণ করলো শ্রীভূমি বিজেপি আমিও জুবিন, আমরাও জুবিন প্রচারে রাজ্যজুড়ে শ্রদ্ধার ঢেউ

শ্রীভূমি, ২১ অক্টোবর অক্টোবর গানে বাজনায় জুবিনকে স্মরণ করলো শ্রীভূমি বিজেপি। প্রদেশ বিজেপির নির্দেশে রাজ্যের প্রতিটি জেলায় কণ্ঠশিল্পী জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে এবং বিচার চেয়ে বেশ কিছু কর্মসূচির ঘোষণা করেছে। এর মধ্যে অন্যতম কর্মসূচি হলো আমিও জুবিন, আমরাও জুবিন বিজেপি এই প্রচার অভিযান জোরকদমে শুরু করেছে। রাজ্যের ১২৬টি বিধানসভা কেন্দ্রে জুবিন গার্গের মূর্তি এবং সংগীত বিদ্যালয় স্থাপনের উদ্যোগও নিয়েছে প্রদেশ বিজেপি।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ জেলা বিজেপির সদর কার্যালয় শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি ভবনে জুবিন স্মরণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমেই প্রয়াত কণ্ঠশিল্পীর প্রতিকৃতিতে পূর্ণ মর্যাদার সহিত মাল্যদান করেন শ্রদ্ধা নিবেদন করেন জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সব্রত ভট্টাচার্য সহ জেলা বিজেপির অন্যান্য নেতারা।

এ উপলক্ষে এক আলোচনা সভায় জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন, গার্গের মৃত্যু ঘটনার রহস্য উদঘাটনের জন্য নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত প্রক্রিয়া চলছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দ্রুত বিচার নিশ্চিত করতে একটি ফাস্ট-ট্যাক আদালত এবং বিশেষ সরকারি কৌঁসুলি নিয়োগ করেছেন। মুখ্যমন্ত্রীর তৎপরতায় ইতিমধ্যে অভিযুক্তরা গ্রেফতার হয়েছে। এর জন্য মুখ্যমন্ত্রীর ভূমিকার দরাজ কণ্ঠে প্রশংসা করেন সুব্রত। তদন্ত প্রক্রিয়া বিপথে পরিচালিত করতে বিরোধীরা যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছে। প্রাসঙ্গিক বক্তব্যে এমনও অভিযোগ তোলেন তিনি। প্রয়াত শিল্পীর মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মনকি বাত অনুষ্ঠানের মাধ্যমেও শ্রদ্ধা নিবেদন করেছেন। জুবিনের মৃত্যু রহস্য উদঘাটনে বিজেপি যে সিরিয়াস এর থেকেই প্রমাণিত হয় বলে উল্লেখ করেন সুব্রত ভট্টাচার্য। জুবিন শুধু এ রাজ্যের নয়, সমগ্র উত্তর পূর্ব ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন। লক্ষ লক্ষ অনুরাগীদের হৃদয়ে অমর থাকবেন প্রয়াত কিংবদন্তি কণ্ঠশিল্পী প্রয়াত জুবিন পর্ণ। তাঁর অভাব এ যুগে আর পূরন হবার নয় বলেও আক্ষেপ করেন জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য। স্থানীয় শিল্পীদের দ্বারা পরিবেশিত জুবিনের কালজয়ী বিভিন্ন গান অনুষ্ঠানে এক ভিন্নমাত্রা সংযোজন করে।

Show More

Related Articles

Back to top button