Barak ValleyAssamNorth-East

রাষ্ট্রীয় প্রতিষ্ঠা পুরষ্কারে ভূষিত কবি-সাহিত্যিক পুরুষোত্তম ভট্টাচার্য

করিমগঞ্জ : করিমগঞ্জ জেলার কালীগঞ্জ বাগবাড়ি গ্রামের বাসিন্দা কবি-সাহিত্যিক পুরুষোত্তম ভট্টাচার্যকে প্রদান করা হয়েছে এবছরের রাষ্ট্রীয় প্রতিষ্ঠা পুরষ্কার ২০২৩৷ উত্তরপ্রদেশের লখনউয়ের বিখ্যাত ওয়ার্দী ওয়েলনেস ফাউন্ডেশন তাঁকে পুরষ্কার প্রদান করেছে৷ প্রতিবছর সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারতের বিশিষ্ট ব্যক্তিদের এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠা পুরষ্কার প্রদান করে থাকে এই সংস্থা৷ পুরস্কারের মধ্যে রয়েছে স্বর্ণপদক, মুদ্রিত বাঁধানো প্রমানপত্র ও একটি স্মারক৷

Show More

Related Articles

Back to top button