Barak ValleyAssamNorth-East

বাতিল খবর না পাওয়ায় পরীক্ষা কেন্দ্রে হাজির পরীক্ষার্থীরা

করিমগঞ্জ : প্রশ্নপত্র ফাঁস হওয়ার ফলে সোমবারের মাধ্যমিকের বিজ্ঞান পরীক্ষা রবিবার রাতেই বাতিল করা হয়েছে৷ কিন্তু তা জানা হয়ে ওঠেনি অনেক পরীক্ষার্থীর৷ ফলে সোমবার পরীক্ষা দিতে যথারীতি তারা হাজির হয় পরীক্ষা কেন্দ্রে৷ করিমগঞ্জে বিভিন্ন কেন্দ্রে এদিন এই দৃশ্য দেখা গেছে৷ পরে বাতিলের খবর জেনে বিমুখ হয়ে বাড়িমুখো হয়েছে পরীক্ষার্থীরা৷

Show More

Related Articles

Back to top button